হবিহগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা দারুণ জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন প্রার্থী-কর্মী-সমর্থকরা। অপরদিকে সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবেন, এমন ব্যক্তিকে নির্বাচিত করতে ভোটাররা প্রার্থীদেহ অতীত-বর্তমান গভীরভাবে যাচাই-বাছাই করছেন।
হবিগঞ্জ থেকে সাংবাদিক এসএম সুরুজ আলী জানিয়েছেন, প্রথম ধাপে জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টিতে একযোগে ভোটগ্রহণ ১০ মার্চ। এবার সবমিলিয়ে প্রার্থী চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন। প্রতীক পাওয়ার পরপরই সবাই সদলবলে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়েছেন।
প্রত্যেক উপজেলায়ই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিপরীতে রয়েছেন স্বতন্ত্র পরিচয়ে বিদ্রোহী প্রার্থী। অপরদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও ৫টি উপজেলায় একজন করে বিএনপি নেতা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও আছেন দলটির নেতানেত্রীরা। জাতীয় পার্টি ৩টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে।
জয়ের ব্যাপারে সকল প্রার্থীই আশাবাদী। আর প্রত্যেকেই সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন প্রত্যাশা করছেন।
হবিগঞ্জের ভোটাররা আশা করছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যোগ্যরাই নির্বাচিত হয়ে আসবেন।
Leave a Reply