নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের নিমতলায় জেলা প্রশাসন আয়োজিত ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শনিবার রাতে শেষ হয়েছে।
শেষদিন রাত ৮টায় ‘বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মো জাকারিয়া।
সমাপনী দিন দেশের উন্নয়ন সংবাদ জানতে মেলায় দর্শনাথীদের উপচে পড়া ভিড় জমে উঠে।
Leave a Reply