হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে।
শনিবার রাতে এর সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। এছাড়াও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, নূরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক সহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ বিভাগকে প্রথম, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে দ্বিতীয় এবং গণপূর্ত বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডকে যৌথভাবে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া সেবাদানকারী স্টল হিসেবে প্রথম হয় হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি। দ্বিতীয় হয় পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগ এবং তৃতীয় হয় যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা পাসপোর্ট অফিস।
Leave a Reply