হবিগঞ্জ প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেট জোনের হবিগঞ্জ, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও গোয়ালাবাজার শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মুহাম্মাদ সাঈদ উল্লাহর সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন, উপ ব্যবস্থাপনা পরিচালক সালেহ ইকবাল। প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা চেয়াবম্যান মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী। হবিগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা বাকী বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলেট জোনের প্রকল্প কর্মকর্তা দলিলুর রহমান, প্রধান কার্যালয়ের এফএভিপি জহিরুল ইসলাম ও পিও সরকার মোহাম্মদ কামাল হোসাইন। সফল গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সোমা গোপ, হাজেরা খাতুন, মিনারা খাতুন ও জোবেদা খাতুন।
Leave a Reply