হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুরে পরিবেশ আইন অমান্য করে লোকালয়ে স্কুল, কলেজ ও মাদরাসার পাশে সানশাইন ব্রিকস ইন্ডাস্ট্রিজের নির্মাণকাজ বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শুক্রবার দুপুরে সানশাইন ব্রিকস ইন্ডাস্ট্রিজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নূর মিয়া, মাসুক মিয়া ও আবুল কালাম।
বক্তারা বলেন, আইনগত অনুমোদন না নিয়ে লোকালয়ে অবৈধভাবে কারখানা নির্মাণ করছে সানশাইন ব্রিকস। এ ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও পরিবেশ অধিদপ্তর কোন ভূমিকা পালন করছে না।
পরে নিজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজ উদ্দিন প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে মানববন্ধন প্রত্যাহার করা হয়।
Leave a Reply