হবিগঞ্জ প্রতিনিধি : ভারতের মাওলানা সাদের অনুসারীদের আয়োজিত ইজতেমাকে ঘিরে হবিগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
আলেমদের একাংশ ঘোষণা করেছেন, ইজতেমা বন্ধ করা না হলে পুরো হবিগঞ্জ জেলা অচল করে দেয়া হবে।
মঙ্গলবার দুপুরে সম্মিলিত উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেয়া হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, মাওলানা আবু সালেহ সাদী ও মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে হবিগঞ্জের পাইকপাড়ায় ৩ দিনব্যাপী ইজতেমার আয়োজন করা হয়েছে।
Leave a Reply