হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট ব্যববসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা মো শাহজাহান মিয়াকে শ্রীমঙ্গলকান্দি, নোয়াহাটি ও মুন্সীহাটি গ্রামবাসী পূর্ণ সমর্থন জানিয়েছেন।
শনিবার বিকেলে স্থানীয় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক সভায় তাকে এ সমর্থন জ্ঞাপন করা হয়।
সাবেক ইউপি মেম্বার আক্কল আলীর সভাপতিত্বে ও পরান খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী শাহাজাহান মিয়া, ইউপি সদস্য আরব আলী, সাবেক মেম্বার আহাদ মিয়া, সাবেক মেম্বার রমজান আলী, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আলী আক্কাছ, মাওলানা দুলাল মিয়া, ইন্তাজ আলী, ইমান আলী, হুমায়ূন কবির, আব্দুল মতিন, আছির মিয়া মেম্বার, কামাল খান ও হাবিবুর রহমান।
বক্তারা বলেন, চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়া সুশিক্ষায় শিক্ষিত। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত পৈলারকান্দি ইউনিয়নবাসীর উন্নয়ন হবে।
তারা এলাকার উনয়নের স্বার্থে শাহজাহান মিয়াকে সমর্থন করে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়া বলেন, আল্লাহতালা তাকে অনেক কিছু দিয়েছেন। এলাকার মানুষের কল্যাণে তিনি কাজ করে যেতে যান।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply