হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় গত ৫ বছরে ইউনিয়ন পর্যায়ে ৮২ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
বুধবার লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের অগ্রগতি ও অর্জন বিষয়ক অবহিতকরণ কর্মশালায় এই তথ্য জানানো হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো নূরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলজিএসপি-৩ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো ফরহাদ হোসেন।
কর্মশালায় জানানো হয়, স্থানীয় পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব লাঘবে এলজিএসপি-৩ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
Leave a Reply