হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের নিয়ে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন. সরকারের যুগ্মসচিব ও এলজিএসপি-৩ প্রকল্পের পরিচালক এনামুল হাবীব। জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো নূরুল ইসলাম। এলজিএসপি-৩ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো ফরহাদ হোসেনের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সচিব।
প্রধান অতিথির বক্তব্যে যুগ্মসচিব ও এলজিএসপি-৩ প্রকল্পের পরিচালক এনামুল হাবীব বলেন, সরকার প্রতিটি ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দিচ্ছে। এই বরাদ্দ দিয়ে জনপ্রতিনিধিদের সঠিকভাবে উন্নয়ন করতে হবে। এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে হবিগঞ্জের ৭৮টি ইউনিয়নেই উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply