হবিগঞ্জ প্রতিনিধি : উপ মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও উমেদনগর জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম ও হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদের নেতা শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উমেদনগর টাইটেল মাদরাসা ও ঈদগা মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় লাখো মানুষ যোগ দেন। ইমামতি করেন, তার ছেলে মাওলানা মাসরুরুল হক। নামাজে জানাজায় অংশ নিতে রবিবার রাতেই দেশের বিভিন্ন স্থান থেকে তার শিষ্য-ভক্তরা আসতে থাকেন। নির্ধারিত মাঠে জায়গা না পেয়ে খোয়াই মুখ থেকে নবীগঞ্জ সড়কের আলমপুর পর্যন্ত সড়কে অসংখ্য মানুষ নামাজে জানাজায় শরিক হন।
উল্লেখ্য, রবিবার বিকেল সাড়ে ৪টায় সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ‘উমেদনগরের বড় হুজুর’ খ্যাত আল্লামা তাফাজ্জুল হক ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
Leave a Reply