হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আলের সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বৃত্তির এই চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ও আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, অতিরিক্ত জেলা হাকিম এমরান হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক ও শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর হোসেন।
অনুষ্ঠানে ৬টি ক্যটাগরিতে মোট ২৫১ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি আর অনুদান বাবদ ৬ লাখ ৯৭ হাজার টাকা বিতরণ করা হয়।
Leave a Reply