হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় সরকারের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির রবিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় অটো রাইছমিল মালিক সমিতির সভাপতি শংকর পাল, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনুল ইসলাম, কাউন্সিলর মো. জাহির মিয়া এবং সাংবাদিক ও ব্যবসায়ী ফজলে রাব্বী রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আবু জাহির বলেন, বর্তমান সরকার কৃষির উন্নয়নে নানা ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। তাই কৃষকরা এবার বাম্পার ফলনের পাশাপাশি অভাবনীয় মূল্য পেয়েছেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনুল ইসলাম জানিয়েছেন, হবিগঞ্জ সদর উপজেলায় ২০২০-২১ বছরে ৮০৪ টন সিদ্ধ ও ১৮৯ টন আতপ চাল এবং ৩৬০ কেজি আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার সিদ্ধ চাল ৩৭ টাকা, আতপ চাল ৩৬ টাকা ও আমন ধান ৩৬ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply