হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সৈয়দ আব্দুল মুকিত ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সৈয়দ আব্দুল মুকিত ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা শরীফা আক্তার কুমকুমের সভাপতিত্বে বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাধব চন্দ্র রায় ও শহিদুর রহমান লাল।
তিন শতাধিক শীতার্ত মানুষকে এই সহায়তা দেওয়া হয়।
Leave a Reply