হবিগঞ্জ প্রতিনিধি : ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের প্রস্তুতি’ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং ভূমিকম্প ও অগ্নি নির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল।
বানিয়াচঙ্গ উপজেলায়ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এতে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply