বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়া পাথারিয়া গ্রামে টমটমের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আহতদের মধ্যে ২০ জন গুলিবিদ্ধ। এর মধ্যে ১০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, গ্রামের বাসিন্দা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যামামলার আসামি কারাবন্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহাদ মিয়াদের সঙ্গে একই গ্রামের বিএনপি নেতা সাবেক মেম্বার কারাবন্দি তারা মিয়াদের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি নেতা তারা মিয়ার ছোট ভাই সুরুজ আলীর সঙ্গে টমটমের সিরিয়াল নিয়ে আহাদ মিয়া পক্ষের সাইফুল মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে সংঘর্ষ বাঁধে। এসময় গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ওসি কবির হোসেন জানান, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।