হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বিভিন্ন বাসা-বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ অসামাজিকতার অভিযোগে ৩ পুরুষ ও ১১ নারীকে আটক করে।
পরে আটককৃতদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রামমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।
পুলিশ জানায়, হবিগঞ্জ শহরের বিভিন্ন বাসা-বাড়িতে দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসা চলছে। মঙ্গলার বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ গোসাইপুর, স্টাফ কোয়ার্টার ও শ্যামলী এলাকার ৩টি বাসায় অভিযান চালায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply