আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মানসিক প্রতিবন্ধী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আহত বড় ভাই পিংকু মোদক (৩২) মারা গেছেন।
রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পিংকু মোদক আজমিরীগঞ্জ শহরের পুকুরপারের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মানিক মোদকের ছেলে। পুলিশ ছোটভাই রিংকু মোদককে (২৮) ছুরিসহ আটক করেছে।
পুলিশ জানায়, পিংকু মোদক বানিয়াচঙ্গে স্টুডিও ব্যবসা করেন। শনিবার দুপুরে তিনি হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় তার মামা লিটন কুড়ির দোকানের সামনে এসে ছোটভাই রিংকু মোদককে পান। তাকে সাথে নিয়ে বাড়ি যেতে বললে রিংকু মোদক তার কোমরে থাকা ছুরি দিয়ে পিংকু মোদককে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পিংকু মোদককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাতেই পুলিশ রিংকু মোদককে আটক করে।
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম জানান, শুনেছি রিংকু মোদকের মানসিক সমস্যা আছে। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply