হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জাতির পিতার ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে জেলা আওয়ামী লীগ দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছে।
রবিবার সকালে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ২ শতাধিক লোকের মাঝে চাল, ডাল ও আলুসহ খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির মধ্যে জাতীয় শোকদিবস পালন ছাড়াও রয়েছে, জাতির পিতার জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের জন্মবার্ষিকী এবং জেএমবির সিরিজ বোমা হামলা দিবস ও একুশে আগস্টে গ্রেনেড হামলা দিবস পালন।
উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোও জেলা-উপজেলা পর্যায়ে আলাদা কর্মসূচি পালন করবে।
Leave a Reply