হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের একটি পত্রিকার সম্পাদক সুশান্ত দাশের সঙ্গে এলাকার লোকজনের সংঘর্ষের ঘটনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, পৌর যুবলীগের আহ্বায়ক ইশতিয়াক রাজ চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহিসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরে বিরদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম এ দাবি জানান ।
তিনি হবিগঞ্জের একটি দৈনিক পত্রিকার সম্পাদক সুশান্ত দাশের অবৈধ অস্ত্র উদ্ধার এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও রাখেন।
লিখিত বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম উল্লেখ করেন, গত ১৯ এপ্রিল সুশান্ত দাশের উস্কানিমূলক পোস্টের কারণে এই সংঘর্ষ বাধে। এ সময় পৌর মেয়র হিসেবে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন; কিন্তু সুশান্ত দাশ সেই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে নিজের লোক দিয়ে একটি ভবনে হামলা চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপর দায় চাপিয়ে দেন। ঘটনার পর পুলিশ বাদি হয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করে।
তিনি অবিলম্বে সেই মামলা প্রত্যাহারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী ও সাবেক সাংগঠনক সম্পাদক মশিউর রহমান শামীমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
Leave a Reply