হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আওয়ামী লীগের পক্ষ থেকে ‘করোনা ভাইসার’ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও উপকরণ বিতরণ শুরু হয়েছে।
শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে ‘করোনা ভাইরাস’ জনিত পরিস্থিতি মোকাবেলায় দিনরাত কাজ করছেন। বিদেশ থেকে বিভিন্ন উপকরণ আনারও ব্যবস্থা করেছেন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন, দলের জাতীয় কমিটির সাবেক সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল ও শরীফ উল্ল্যা।
Leave a Reply