হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের হবিগঞ্জ শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও আয়োজক সংগঠনের হবিগঞ্জ শাখার সহ সভাপতি অ্যাডভোকেট পূর্ণব্রত চৌধুরী বিভু।
পরে অসহায় ও দুস্থদের মাঝে নতুন জামা ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply