হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় টমটম সহ সকল প্রকার অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট চলছে। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
শনিবার রাতে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব শংখ শুভ্র রায় জানান, মহাসড়ক সহ সকল সড়কে অবৈধ গাড়ি চলাচলের ব্যাপারে ইতোমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দফতরকে স্মারকলিপির মাধ্যমে অবগত করেছি; কিন্তু কাজ হয়নি। তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট আহ্বান করা হয়েছে।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিবহণ ধর্মঘট অব্যাহত থাকবে বলে জেলা মটর মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী জানিয়েছেন।
Leave a Reply