হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার একটি অবৈধ মবিল কারখানা থেকে সিআইডি বিপুল পরিমাণ মবিল উদ্ধার ও দুই কর্মচারীকে আটক করেছে।
বৃহস্পতিবার সকালে ঐ অবৈধ মবিল কারখানায় অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় প্রায় ৫০০ ড্রাম মবিল, লেবেল তৈরির যন্ত্র ও মবিল তৈরির সরঞ্জাম। সেই সাথে আমির হোসেন ও সাগর ইসলাম নামে দুই কর্মচারীকে আটক করা হয়। তবে কারাখানার মালিককে পাওয়া যায়নি।
এই কারখানায় তৈরি সুপার ফর্টি, টাইটানিক ফর্টি ও টোটাল নামক মবিল বাজারে বিক্রি হচ্ছিল। এই মবিল যানবাহনের বড় ধরনের ক্ষতি করছে বলে অভিযোগ রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিআইডির এএসপি বসু দত্ত চাকমা।
Leave a Reply