হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের পইলে লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ গ্রেটার ও স্থানীয় শহীদ এনাম স্মৃতি সংঘের উদ্যোগে বিনামূল্যে চুক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় মাঠে এর উদ্বোধন করেন, প্রধান অতিথি হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো রবিউল ইসলাম।
বিশিষ্টি চুক্ষু বিশেষজ্ঞ সৈয়দ হামেদুল হকের সভাপতিত্বে উদ্বোধন পর্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ।
চুক্ষু শিবিরে দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া দুই শতাধিক রোগীর চোখে অপারেশনের ঘোষণা দেওয়া হয়েছে।
Leave a Reply