হবিগঞ্জ প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হবিগঞ্জে ঐতিহ্যবাহী লোকউৎসব ও আত্মাধিক সাধনার বাউল মেলা অনুষ্ঠিত হলো। অজস্র দর্শকের মিলনমেলায় পরিণত হয়েছিল জেলা প্রশাসনের এ আয়োজন। গানে আর তানে প্রাণে প্রাণে উত্তাপ ছড়িয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় রবিবার ও সোমবার এই লোকউৎসব ও বাউল মেলা বসে। শত শত বছর ধরে বহমান লোকগানের ধারাকে সারা দেশের সংগীত প্রেমীদের মধ্যে ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের এ আয়োজন, যা সুস্থ বিনোদনের মাধ্যমে যুবসমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে বিশেষ ভুমিকা রাখবে বলেও মনে করা হয়।
উৎসবে সিলেট অঞ্চল সহ কুষ্টিয়া ও নেত্রকোনার বাউলরা নাচে গানে মাতিয়ে রাখেন। দর্শক-শ্রোতাদের মন জয় করে নেন, প্রখ্যাত শিল্পী কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, ইমরান খন্দকার, বাউল আব্দুর রহমান, চিশতী বাউল, সৈয়দ আশিকুর রহমান ও সুকুমার দাস। বর্ণিল আলোর ছটাও দর্শকদের করে বিমেহিত। সবার দাবি, এমন আয়োজন যেন প্রতি বছর হয়।
Leave a Reply