হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো রবিউল ইসলামকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
শুক্রবার রাতে হবিগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে তার বদলি উপলক্ষে সদর মডেল থানার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফোজা আক্তার শিমুল, বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো আরিফ হোসাইন ও এনএসআইর উপ পরিচালক আজমল হোসেন।
সদর মডেল থানার ওসি মো মাসুক আলীর সভাপতিত্বে ও এসআই জুয়েল সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মোচ্ছাব্বির বকুল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মইনুল হক আরিফ ও ফরহাদ আহমেদ আব্বাস, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল, বানিয়াচং থানার ওসি এরমান হোসেন, সদর মডেল থানার ওসি-তদন্ত দৌস মোহাম্মদ, পুলিশ পরিদর্শক গোলাম মুর্শেদ সরকার, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, এসআই মো শাহিদ মিয়া ও সদর উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রনি।
Leave a Reply