হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে শহরের উমেদনগর এলাকায় এ সংর্ঘষ হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, হবিগঞ্জ-বানিয়াচং সড়কের এই স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এক পক্ষ বানিয়াচংয়ের সিএনজি অটোরিক্সা শ্রমিক আর অপরপক্ষ সদর উপজেলার সিএনজি অটোরিক্সা শ্রমিক। দুইপক্ষের পক্ষে একাধিকবার সংঘর্ষও হয়েছে।
সোমবার পুলিশ প্রশাসন উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকতে বলে; কিন্তু পুলিশের নির্দেশনা অমান্য করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply