হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সিএনজি অটোরিক্সা ও পিকআপের সংঘর্ষে মানিক মিয়া (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন।
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার রতনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া চুনারুঘাট উপজেলার জিকুয়া শেখেরহাটি গ্রামের ফারুক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জমুখী অটোরিক্সাকে শায়েস্তাগঞ্জগামী পিকআপ চাপা দিলে মানিক মিয়া গুরুতর আহত হন। লোকজন তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply