হবিগঞ্জ প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে হবিগঞ্জে অক্সিজেন সংকট নিরসনে আলেয়া জাহির ফাউন্ডেশন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ২৩টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে।
এই তিন উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ করোনায় আক্রান্ত রোগীদের প্রয়োজনে সিলিন্ডারগুলো তাদের বাড়িতে পৌঁছে দেবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে অক্সিজেন সিলিন্ডারগুলো সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও আলেয়া জাহির ফাউন্ডেশনের সভাপতি সাংসদ অ্যাডভোকেট মো আবু জাহির।
হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে আলেয়া জাহির ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলেয়া আক্তারের সভাপতিত্বে সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল। সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত ও জেলা ছাত্রলীগের সভাপতি মো সাইদুর রহমান।
অনুষ্ঠান শেষে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার সম্পর্কে সকলকে ধারণা দেন, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা মুখলিছুর রহমান উজ্জ্বল।
Leave a Reply