হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শততম বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের আরডি হল প্রাঙ্গণে মহান অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট জুনায়েদ আহমেদের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ ক্বাফী রতন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফি, ন্যাপ সহ সভাপতি অ্যাডভোকেট রণজিৎ কুমার দত্ত, সিপিবি সভাপতি হাবিবুর রহমান, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, জাসদ নেতা অ্যাডভোকেট তোরাব আলী খন্দকার ও বাসদ সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান।
Leave a Reply