হবিগঞ্জ প্রতিনিধি : ‘শীতার্তদের জন্য আমাদের উষ্ণ ভালবাসা’ স্লোগানকে সামনে রেখে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলার ৪ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এরমধ্যে ৩শ জনকে কম্বল ও ১শ জনকে জ্যাকেট দেওয়া হয়।
গত ৩ দিনে পৃথক ৩টি স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম জাহেদ, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম ও মো আরফান আলী এবং দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা প্রেসিডেন্ট নাসির হোসাইন তানভীর।
উল্লেখ্য, ১১ বছর ধরে দরিদ্র চ্যারিটি ফান্ডেশন শীতবস্ত্র করছে।
Leave a Reply