হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত হাইব্রিড বি-৫ জাতের ধানের মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঘুঙ্গিয়াজুরি হাওরে এ মাঠদিবস অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ নাগুরা ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোজাম্মেল হক, জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা রফিকুল ইসলাম, এসেডের নির্বাহী পরিচালক জাফর ইকবাল চৌধুরী এবং স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।
মাঠদিবসে ধান কর্তন করে ওজন দিয়ে দেখা যায়, প্রতি বিঘায় বি-৫ জাতের ধানের ৩৫ মণ ফলন হয়েছে।
এতে কৃষকরা আগামীতে এ জাতের ধান উৎপাদনে আগ্রহী হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট সবাই আশা প্রকাশ করেছেন।
Leave a Reply