হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।
দুজন হলো, সুলতানশী গ্রামের আব্দুল লতিফের মেয়ে শিমলা আক্তার (৯) ও পার্শ্ববর্তী আদিপাশা গ্রামের সিদ্দিক আলীর মেয়ে রোজিনা আক্তার (৭)।
রোজিনা আক্তারের ফুফাতো বোন শিমলা আক্তার। শিমলা আক্তার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে ও রোজিনা আক্তার ২য় শ্রেণিতে পড়তো।
ইউপি সদস্য উজ্জ্বল মিয়া স্বজনদের বরাত দিয়ে জানান, বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই বোন। এক পর্যায়ে তারা ঘরের টিনের চালে উঠে যায় এবং বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা মেহেদী হাসান তাদের মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply