বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বিএনপির নেতা-কর্মীদের উপর নির্বিচারে গুলি বর্ষণ ও অমানবিক নির্যাতন চালানোর অভিযোগে হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও সদর থানার সাবেক ওসি মাসুক আলীসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর/১৮ কার্তিক) লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মতিন বাদি হয়ে হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
বিচারক দেলোয়ার হোসেন মামলার আংশিক শুনানি শেষে অধিকর শুনানির জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য্য করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ২২ ডিসেম্বর জেলা বিএনপির উদ্যোগে জনসভার জন্যে শহরের শায়েস্তানগর এলকায় অস্থায়ী কার্যালয়ের সামনে মঞ্চ তৈরি করা হয়; কিন্তু দুপুর ১২টা থেকেই পুলিশ সভার সকল প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে জনসভায় আসা নেতা-কর্মীদের হয়রানি করে। এক পর্যায়ে অন্যায়ভাবে গুলি চালায়। এতে জেলা ছাত্রদলের সভাপতিসহ ৩ শতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন।