হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা জাতীয় পার্টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি ছিলেন, জাপা চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জেলা সদস্য সচিব শংকর পাল, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক প্রভাষক এস এম লুৎফুর রহমান, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তফিজুর রহমান ময়না, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর ও সুলতান আবু তাহের। আরো বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা জাপা নেতা আক্তার হোসেন মনির, মিজানুর রহমান দুলাল, আব্দুল ওয়াহাব মিয়া, রজব আলী, আবুল বাশার, সৈয়দ মিয়া পাঠান, আলমগীর, শাহ আলম মোল্লা, জুয়েল মিয়া, শাহীন মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন, মাধবপুর জাতীয় পার্টির সভাপতি কদর আলী মোল্লা। পরিচালনায় ছিলেন, উপজেলা যুবসংহতির সভাপতি ফকির কাউছার আহমেদ।
সম্মেলনে কদর আলী মোল্লাকে সভাপতি, আব্দুল ওয়াহাবকে সাধারণ সম্পাদক ও মো রজব আলীকে সাংগঠনিক সম্পাদক করে দলের উপজেলা কমিটি ও মিজানুর রহমান দুলালকে সভাপতি, মো কবির ভূঁইয়াকে সাধারণ সম্পাদক ও আবুল বাশারকে সাংগঠনিক সম্পাদক করে মাধবপুর পৌর কমিটি গঠন করা হয়। নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
পরে উপজেলা জাপা কার্যালয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply