- VOTING IS GOING ON IN SUNAMGANJ, CHHATAK, JAGANNATHPUR, KAMALGANJ, KULAURA, MADHABPUR
- AND NABIGANJ MUNICIPAL ELECTIONS OF SYLHET DIVISION
- সিলেট বিভাগের সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, কমলগঞ্জ, কুলাউড়া, মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- MAHA-EMJA MEDIA CUP FOOTBALL TOURNAMENT HAS BEEN GOING ON SINCE THURSDAY AT SYLHET DISTRICT STADIUM
- সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে
হবিগঞ্জের মক্রমপুরে সাংসদ আব্দুল মজিদ খানের গণসংবর্ধনা
Published: 23. Nov. 2020 | Monday
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আব্দুল মজিদ খানকে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের মক্রমপুর নাগরিক কমিটির উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার বিকেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাজুল ইসলাম লিটনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমুল হক চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আহাদ মিয়া ও সাবেক চেয়ারম্যান, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজিদ আলী তালুকদার, সহ সভাপতি নূর মিয়া তালুকদার, আলাউদ্দিন সর্দার, চেনু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখঞ্জী ও মক্রমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রউফ।
সংবর্ধনার জবাবে প্রধান অতিথি সাংসদ অ্যাডভোকেট মো আব্দুল মজিদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় বানিয়াচং ও আজমিরীগঞ্জে স্মরণকালের সর্বাধিক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চাই।
সর্বাধিক পঠিত খবর
- টানা চতুর্থবার সিআইপি নির্বাচিত হলেন মাহতাবুর রহমান নাসির
- ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়ায় মুক্তি’ স্লোগান নিয়ে ক্রীড়া উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ
- নবীগঞ্জের তন্নী হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত প্রেমিক রানু
- মেহেদী হাসান জনির পরিচালনায় নতুন নাটকে জুটিবদ্ধ হলেন অপূর্ব ও মিথিলা
- বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত