হবিগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে পূজার অনুষ্ঠানিকতা শুরু হয়। হিন্দু সম্প্রদায়ের সব বয়সের মানুষ বিভিন্ন মণ্ডপে ভিড় কমান। তবে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল সবচেয়ে বেশি। পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যাদেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ।
হবিগঞ্জ বৃন্দাবন কলেজ, মহিলা কলেজ ও হবিগঞ্জ সরকারি বিকেজিসি বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোথাও কোথাও বাসাবাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়।
সরস্বতী পূজায় আরো ছিল প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জা।
Leave a Reply