হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়নের আদমনগর গ্রামবাসীর উদ্যোগে বালিখাল নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আকর্ষণীয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাইচের ৪টি নৌকা অংশ নেয়। এর মধ্যে বাহুবল উপজেলার রউয়াইল সুধীর সরকারের নৌকা চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয়ছ বানিয়াচঙ্গ উপজেলার চিলারাই নৌকা। তৃতীয় স্থান লাভ করে আতুকুড়া গ্রামের আব্দুল হেকিমের নৌকা।
নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির সভাপতি হিরন্ময় দাসের সভাপতিত্বে এবং অসিত চৌধুরী সুমন ও মানিক দাসের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, জেলা বিএমএর সহ সভাপতি ডা অসিত রঞ্জন দাস, ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মো আহাদ মিয়া, সদস্য ছনু মিয়া চৌধুরী, সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখনজী, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, আলাউদ্দিন ও বিশিষ্ট মুরুব্বি রাখাল দাশ।
Leave a Reply