হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ ও ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান। পরিচালনায় ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ।
অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Leave a Reply