হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা মাদক, দাঙ্গা ও ইভটিজিংসহ সকল প্রকার অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কোথাও অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। যত বড় পদেই থাকেন না কেন, অপরাধ করলে কেউই ছাড় পাবেন না।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা চান্দপুর দারুচ্ছুনা দাখিল মাদরাসা মাঠে ও রিচি ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্প্রসারিত বিট পুলিশিংয়ের উদ্যোগে মাদক, দাঙ্গা, ইভটিজিং, বাল্যবিয়ে, প্রযুক্তির অপব্যবহার ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্তি পুলিশ সুপার রবিউল ইসলাম এ কথা জানান।
চান্দপুরের সভায় সফিক মিয়া চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সদর মডেল থানার ওসি মাসুক আলী, বিশিষ্ট ব্যবসায়ী কয়সর আহমেদ শামীম, এশিয়ান টিভি প্রতিনিধি এস এম সুরুজ আলী, মাদরাসা সুপার মনির হোসেন, এসআই আব্দুর রহিম, ইউপি সদস্য আবু তাহের, সাবেক মেম্বার নূরুল ইসলাম, শেখ সৈয়দ আলী, ব্যবসায়ী তৌহিদ মিয়া, সাবেক মেম্বার তাহির মিয়া, রহমত আলী মাস্টার, শিক্ষক ফজলু মিয়া ও রাসেল মোড়ল।
মির্জাপুরের সভায় সভাপতিত্ব করেন, সাবেক মেম্বার আব্দুল লতিফ খান। পরিচালনা করেন, এসআই জুয়েল সরকার। বক্তৃতা করেন, সাবেক মেম্বার আব্দুল হক, আব্দুল আলী, সাবেক মেম্বার আব্দাল উদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ূম, নোয়াব আলী, আব্দুল বারিক ও জাকির হোসেন লিটন।
Leave a Reply