হবিগঞ্জ প্রতিনিধি : সেবা ও শান্তি স্থাপনে অসামান্য অবদান রাখায় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে মানব সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স-এনএসআইর উপপরিচালক আজমল হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো মাসুক আলী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ডা ইশতিয়াক রাজ চৌধুরী, আব্দুল আউয়াল, সাবেক যুব প্রধান পংকজ কান্তি পল্লব, ছাত্রনেতা সাইদুর রহমান, সাংবাদিক এস এম সুরুজ আলী ও সমাজকর্মী বিপ্লব রায় সুজন।
বক্তারা বলেন, মানবিক কর্মের জন্যে হবিগঞ্জবাসী পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে মনে রাখবে। তিনি হবিগঞ্জকে যেমনি দাঙ্গা, মাদক ও সন্ত্রাস মুক্ত করেছেন তেমনি শিক্ষাক্ষেত্রে অবদান রেখে গেছেন। তিনি একজন মানবিক পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, সম্প্রতি এআইজি পদে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে বাংলাদেশ পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়।
তিনি হবিগঞ্জে ৩ বছর কর্মরত ছিলেন। এর আগেও এখানে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে ২ বছর দায়িত্ব পালন করেন।
Leave a Reply