হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে এস এম মুরাদ আলী নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএমকে সহকারী পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
রবিবার রাষ্ট্রপ্রতির আর্দেশক্রমে স্বরাষ্ট মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
এস এম মুরাদ আলী মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর মোহাম্মদ উল্ল্যাকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়।
তিনি দায়িত্ব গ্রহণ করার পর হবিগঞ্জে দাঙ্গা নিয়ন্ত্রণ করতে গণসচেতনতামূলক কর্মতৎপরতা শুরু করেন। এর অংশ হিসেবে তিনি গ্রামেগঞ্জে স্কুল, কলেজ ও মাদরাসায় সমাবেশ করেন। মাদক নিয়ন্ত্রণসহ ইভটিজিং এবং বাল্যবিয়ে বন্ধেও নানা পদক্ষেপ নেন।
এছাড়া শীত মৌসুমে শীতবস্ত্র ও করোনার শুরু থেকেই কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এভাবে অনেকটাই দাঙ্গা মুক্ত করতে সক্ষম হন জেলাকে। এসব জনহিতকর কাজের মধ্য দিয়ে তিনি মানবিক পুলিশ সুপার হিসেবেই হবিগঞ্জবাসীর মনে জায়গা করে নেন।
Leave a Reply