হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে বেপরোয়া টমটমের ধাক্কায় আফরোজা আক্তার মিম নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে।
সে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কালনী গ্রামের রুবেল মিয়ার মেয়ে।
তার পরিবারের লোকজন জানান, শনিবার সকাল ১০টার দিকে আফরোজা আক্তার মিম বাড়ির পাশের রাস্তায় অন্যান্য শিশুর সাথে খেলছিল। এক পর্যায়ে সড়ক পার হতে গেলে একটি টমটম তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আশংকাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক দেবাশীষ দাশ তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে দুপুর দেড়টার হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া গ্রামে হুমায়ূন মিয়া (১৩) নামের এক স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ঐ গ্রামের রজি আলীর ছেলে ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
Leave a Reply