হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকার মন্জুরী ভবনে ভাংচুরের ঘটনা কোন সাম্প্রায়িক বিষয় নয়। ভবন মালিক অমূল্য দাসের জামাতা নিজের অবৈধ স্বার্থ হাসিল করতে ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এছাড়া হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
রবিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হিন্দু ধর্মীয় নেতারা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের অন্যতম নেতা বিপ্লব রায় চৌধুরী বলেন, মন্জুরী ভবনের মালিক অমূল্য দাসের জামাতা সুশান্ত দাশ গুপ্ত হবিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছেন। একের পর এক ঘটনার উস্কানি দিচ্ছে তিনি। নিজেই তার শ্বশুরের বাসভবন ভেঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করছেন।
সংবাদ সম্মেলনে অবিলম্বে এসব মামলা প্রত্যাহার, সুশান্ত দাশ গুপ্তের নিকট থাকা অবৈধ অস্ত্র উদ্ধার ও তাকে গ্রেফতারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায় ও পান্না শীল, হবিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায়, ছাত্র ঐক্য পরিষদের কৌশিক আচার্য্য পায়েল ও অলক দাস।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল শহরের চিড়াকান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হামলা হয় মঞ্জুরী ভবনসহ কয়েকটি বাসা-বাড়িতে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply