নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ হবিগঞ্জের চাঞ্চল্যকর আব্দুছ ছোবহান হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ এক তথ্য বিবরণীতে জানায়, গত ৭ মার্চ সকাল আনুমানিক সাড়ে ৮টায় হবিগঞ্জ সদর উপজেলার উত্তর বামকান্দি বাজারে প্রতিপক্ষের হামলায় রফিক মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে বাঁচাতে আব্দুছ ছোবহান সহ কয়েকজন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলে পথে সকাল সাড়ে ৯টার দিকে তাদের উপরও হামলা চালানো হয়। এতে আব্দুছ ছোবহান গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই ঘটনায় আব্দুছ ছোবহানের মামা বাদি হয়ে ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০/৪৫ জনের নামে হবিগঞ্জ সদর থানায় গত ১০ মার্চ একটি হত্যামামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার, ২৯ মার্চ শায়েস্তাগঞ্জ উপজেলা এলাকা হতে এই হত্যামামলার এজাহারনামীয় ৫ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো বামকান্দি গ্রামের আব্দুল জলিল (৪০, পিতা মৃত আইন উল্লা), স্বপন মিয়া (২৭, পিতা মৃত ওয়াব উল্লা), মুরশেদ মিয়া (৩২, পিতা মৃত আবিদ উল্লা) আতাউর মিয়া (২২, পিতা আনছব আলী) ও আব্দুল হাই (৪০, পিতা আব্দুর রহমান)
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply