হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতলি গ্রাম থেকে মা ও শিশুপুত্রের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে।
মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোমবার সকাল ১১টার দিকে ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশ দুটি হলো পিন্টু দেবের স্ত্রী মিলি দেব (২১) ও তার দেড় বছরের ছেলে প্রতীক দেবের। বেলা ২টার দিকে লাশগুলো ময়না তদন্তের জন্যে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে সকলের অগোচরে ঘরের ভেতরে মা প্রথমে ছেলেকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখেন। পরে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মিলি দেবের বাবার বাড়ি মৌলভীবাজার জেলায় বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পিন্টু দেব পলাতক রয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখছে।
Leave a Reply