হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপরহরণ করে নির্জন স্থানে ধর্ষণের অভিযোগে ফরহাদ মিয়া নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
আশংকাজনক অবস্থায় কিশোরীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও কিশোরীর পরিবার জানায়, এই কিশোরী সোমবার রাত ৮টার দিকে বাড়ির উঠোনে বের হয়। এসময় পার্শ্ববর্তী উচাইল চারিনাও গ্রামের ফরহাদ মিয়া তাকে জোর পূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
পবিবারের সদস্যরা তাকে দ্রুত হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন এবং সদর মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। সাথে সাথে থানার ওসি-তদন্ত দোস্ত মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে।
সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
Leave a Reply