হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার গুঙ্গিয়াজুরি হাওরে নৌকা ডুবে ৪ নারী মারা গেছেন। এ সময় অপর ৪ নারী আহত হন।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। উপজেলার স্নানঘাট ইউনিয়ন পরিষদ মেম্বার আব্দুল করিম জানান, এই আটজন রাতে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে স্নানঘাট থেকে হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিলেন। নৌকাটি গুঙ্গিয়াজুরি হাওরে পৌঁছলে হঠাৎ ডুবে যায়।
এতে যাত্রী হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামের সরাফত উল্লার স্ত্রী নেলি বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রওশন উল্লার স্ত্রী হুরবানু (৪৫) ও কবির আলীর স্ত্রী আয়াতুন নেছা (৩৫) মারা যান।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিমুল মো রাফি জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা হলে স্থানীয় ইউপি মেম্বার ৪ মরদেহ ও ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন।
Leave a Reply