হবিগঞ্জ প্রতিনিধি : ইয়ুথ এসোসিয়েশন হবিগঞ্জ, ইউকের প্রেসিডেন্ট ক্রীড়া ব্যক্তিত্ব চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন বলেছেন, হবিগঞ্জের উন্নয়নে প্রবাসীরা কাজ করতে চান। এজন্য সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।
শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে হবিগঞ্জকে বদলে দেয়া সম্ভব। এক সময় প্রবাসীদের কোন সংগঠন ছিলনা। এখন অনেক সংগঠন গড়ে উঠেছে। অনেকেই দেশের মানুষের জন্য কাজ করছেন। সবার মাঝেই দেশের মানুষের জন্য ভাল কিছু করার মানসিকতা কাজ করছে।
চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন হবিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিলে আর্থিক অনুদান দেয়ার ও হবিগঞ্জের উন্নয়নে একটি ট্রাস্ট গঠনের কথাও জানান।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় এতে আরো বক্তৃতা করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড জহিরুল হক শাকিল, প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, অ্যাডভোকেট শফিকুর রহমান চৌধুরী, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
Leave a Reply