হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের অলিপুর এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, ঝিনাইদহ সদরের নূর মিয়ার ছেলে প্রাইভেট কারচালক মামুন আহমেদ (৩০) ও আমেরিকান ট্যোবাকো কোম্পানির ফিল্ড অফিসার মাসুদ আলম (৩৫)।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেট কারের সাথে সিলেট থেকে ঢাকাগামী ট্রাকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন এবং গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে অপরজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Leave a Reply